
তালেবানের আগ্রাসনে দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তবে যাওয়ার সময় প্রচুর নগদ টাকা সঙ্গে নিয়ে গেছেন তিনি। প্রেসিডেন্ট আশরাফ গনি যাওয়ার সময় একটি হেলিকপ্টার ও চারটি গাড়ি ভর্তি করে নগদ অর্থ সাথে নিয়ে গেছেন।
তিনি এত বেশি টাকার ব্যাগ নিয়ে আসেন যে এই চারটি গাড়ি ও একটি হেলিকপ্টারে শেষপর্যন্ত সব ব্যাগ তোলা যায়নি। জায়গা হয়নি। বাধ্য হয়ে কিছু ব্যাগ রেখে গেছেন তিনি। আরআইএ বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।
পালিয়ে যাওয়ার পর ফেসবুকে ভিডিও বার্তায় আশরাফ গনি বলেন, রক্তপাত এড়াতেই তিনি এই পালিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছেন।
পলাতক আফগান প্রেসিডেন্ট তাজিকিস্তানে আছেন, নাকি অন্য কোথাও গেছেন-তা এখনো নিশ্চিত নয়। দেশটির রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশেঙ্কো আরআইএকে জানিয়েছেন, তার চলে যাওয়ার ধরনকে একমাত্র পালানোর সঙ্গেই তুলনা করা চলে।
Leave a Reply