
সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিনিয়ত এমন কিছু ধরনের ঘটনা দেখে থাকি যে আমাদেরকে সত্যিই অ-বাক করে তোলে ।
এখানে যেমন সামাজিক রাজনৈতিক ঘটনা উঠে আসে ঠিক তেমনি কিন্তু হাসি মজার ঘটনা দেখতে পাওয়া যায় । অর্থাৎ এক কথায় আপনি বলতে পারেন যে জীবনের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ছোটখাটো বিষয় গুলি পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে দেখতে
তার পাশাপাশি মানুষ আজকাল সক্রিয় হয়ে উঠছে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্য। ঠিক তেমনি একটি ভিডিও সম্প্রতি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে গ্রামের একজন যুবতী কালো পাতলা শাড়ি হলুদ ব্রাউজ পড়ে মঞ্চ সিলেট সম্প্রদায়ের একটি গানে কোমর দুলিয়ে ছেন । এমনটা মনে করা হচ্ছে যে সে যুবতীরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু
তারপোশাক-আশাক এবং আদব-কায়দা দেখে আপনার এমনটা নাও হতে পারে। ওই গানের তালে তালে যুবতী অসম্ভব সুন্দর ভাবে তাদের নাচ পরিবেশন করেছেন সকলের সামনে তার পাশাপাশি প্রতিটা স্টেপে ফুটিয়ে তুলেছে সেই গানের ভাবার্থকে ।
ইতিমধ্যে যুবতীদের নাচ দেখে ম-ন্ত্রমুগ্ধ নেট পাড়ার মানুষেরা। এসেছে প্রচুর কৌ-তুহল মন্তব্য । সেই ভিডিও দেখে অনেকে এতটাই আপ্লুত যে শেয়ার করে রেখেছেন নিজেদের টাইমলাইনে ।
Leave a Reply