
মৃত্যুঠিক আগ মুহুর্তে মুসলিম রোগীকে কলেমা পড়ে শোনালেন হিন্দু ডাক্তার কলেমা শুনে রোগী গভীর শ্বাস নেন তারপরই মৃত্যু!
ভারতে করোনার প্রকোপ যেন ধর্মীয় বিভেদ ভুলিয়ে দিয়ে একসুতোয় বাঁধছে দেশটির জনগণকে। সম্প্রতি তারই এক নজির সামনে এলো আবারো।
রেখা কৃষ্ণা নামে কেরালার এক হিন্দু চিকিৎসক মৃত্যু পথযাত্রী এক মুসলিম করোনা রোগীর কানে পবিত্র কলেমা পড়ে শোনালেন তিনি।
জানা গেছে, কয়েকদিন আগে কেরালার পলাক্করের পতম্বির সেবানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হন করোনা আক্রান্ত এক মুসলিম নারী। ওই হাসপাতালেরই চিকিৎসক রেখা কৃষ্ণা চিকিৎসা করছিলেন তার।
অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে রাখা হয় ওই রোগীকে। তবে কিছুতেই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। চিকিৎসক বুঝতে পারছিলেন ওই রোগীকে কোনোভাবেই সুস্থ করে তোলা সম্ভব নয়।
স্বজনদেরও সেকথা জানিয়েও দিয়েছিলেন তিনি। যেহেতু করোনা আক্রান্ত তাই ওই মহিলার সঙ্গে স্বজনদের কেউই দেখা করতে পারছিলেন না।
এদিকে, একদিন রেখা বুঝতে পারেন রোগীর নাড়ির স্পন্দন ধীর হচ্ছে। ঠিকমতো নিঃশ্বাস নিতেও পারছেন না। সেই সময় রোগীর কানের কাছে গিয়ে আস্তে আস্তে পবিত্র কলেমা পড়তে থাকেন ওই চিকিৎসক। রেখা দেখেন কলেমা পড়ামাত্রই রোগী গভীর শ্বাস নেন। তারপরই মৃত্যু হয় তার।
Leave a Reply